Latest News
রবিবার, ১৬ জুন ২০২৪ ।। ২রা আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

কাঁঠালিয়ায় শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ার চেচরিরামপুর গ্রামে শত্রুতা করে একটি বড় পুকুরে বিষ দিয়ে প্রায় দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ পুকুর মালিকের অভিযোগ তার আপন ভাই আল-আমিন খান ঈর্ষন্বিত হয়ে এ জঘন্য কাজ করেছে। গত বুধবার রাতের যে কোন সময় পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভুক্তভোগি ফারুক খান। পুকুর মালিক মো. ফারুক খান অভিযোগ করেন, পৈত্রিক সূত্রে পাওয়া দক্ষিণচেচরি গ্রামের প্রায় দশকাঠা জমিতে পুকুর কেটে বেশ কয়েক বছর যাবত বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলাম। এ বছরও আমি ওই পুকুরে রুই, চায়না পুটি, গ্রাসকার্ব, মিনারকার্বসহ বিভিন্ন প্রজাতির ষাট হাজার টাকার মাছ ছাড়ি। মাছ প্রায় ৬ থেকে ১২ ইঞ্চি লাম্বা হয়েছিল। বৃহস্পতিবার সকালে দেখি আমার পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। মৎস্য অফিসের লোকজন বলেছে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে। আমার আপন ছোট ভাই ঈর্ষান্বিত হয়ে পুকুরে মাছ নিধন করেছে বলে আমার ধারণা। আমি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। অভিযোগের বিষয়ে আল আমিন খান, বলেন আমি বিষ দিয়ে মাছ মারিনি। আমার মনে হয় আমার ভাইয়ের স্ত্রী মাকসুদা বিষ দিয়ে মাছ মেরে আমার ওপর দোষ চাপাচ্ছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঝালকাঠিতে আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। …