Latest News
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ।। ২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়া-আমুয়া সড়কের প্রযুক্তি এলাকায় শনিবার সকালে মালামাল বহনকারী ট্রলির চাপায় গণেশ দাস (৬০) নামের বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত গনেশ উপজেলার উত্তর আমুয়া গ্রামের যগেন্দ্র দাসের ছেলে।
স্থানীয় ব্যবসায়ী মিলন দাস জানান, গনেশ দাস আমুয়া বন্দরের অনিল দাসের মিষ্টির দোকানে কারিগরের কাজ করতেন। শনিবার সকালে তিনি বাড়ি থেকে কর্মস্থল আমুয়া বন্দরে আসার পথে ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে বরিশাল নেওয়ার পথে মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, গণেশ দাসের অবস্থা গুরুতর দেখে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। পথে তাঁর মৃত্যু হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠির নলছিটির তাঁড়াবাড়ি মন্ডপে আরতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি শহরের তাঁরাবাড়ি দুর্গা পূজা মন্ডপে আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার …