Latest News
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় মোটরসাইকেলের চাপায় সাইমুন ইসলাম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার রাত ১০টায় উপজেলার কাঁঠালিয়া-আমুয়া সড়কের ক্লাবঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন আউড়া জয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে জয়খালী গ্রামের কাঠমিস্ত্রি জয়নাল হকের ছেলে।
পুলিশ জানায়, রাতে বাড়ি থেকে বেড় হয়ে বাবার নানা বাড়ি বেড়াতে যাচ্ছিল সাইমুন। পথে ক্লাবঘর এলাকায় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে প্রথমে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে থানায় নিয়ে যাওয়া হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, তবে মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওসি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …