স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫৬০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ছয়টি ইউনিয়নের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, চিনি ও ছোলা। খাদ্যসামগ্রী পেয়ে খুশি দরিদ্র এসব মানুষ। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান উজির সিকদার ও কাঁঠালিয়া পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান কাওছার আহম্মেদ জেনিভ।
খাদ্যসামগ্রী বিতরণকালে কেন্দ্রী আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান বলেন, সরকার করোনাকালে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। কোন মানুষ যেন অভুক্ত না থাকে, সে ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি ঘরেই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আমি রাজাপুর ও কাঁঠালিয়ার মানুষের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে এসেছি। খাদ্যসামগ্রী নিজের হাতে মানুষের হাতে তুলে দিয়েছি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …