Latest News
বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ ।। ৮ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় ৯১ ছাত্রী পেল বাইসাইকেল

কাঁঠালিয়ায় ৯১ ছাত্রী পেল বাইসাইকেল

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়ায় অস্বচ্ছল মেধাবী ৯১ ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে বাল্যবিবাহ বিরোধী দুরন্ত কাঁঠালিয়ান নেটওয়ার্ক সদস্যদের মাঝে এ সাইকেল বিতরণ করা হয়। এলজিএসপি ও এডিবির অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৪০টি বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো.জোহর আলী প্রধান অতিথি হিসেবে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার ও নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান উজির সিকদার, অফিসার ইনচার্জ এনামুল হক, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন খান, প্রধান শিক্ষক মো.হারুন অর রশীদ ও শিক্ষার্থী উম্মে হাবিবা প্রমুখ।