Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়া প্রেসক্লাব ভাংচুরকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

কাঁঠালিয়া প্রেসক্লাব ভাংচুরকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রেসক্লাবের তালা খুলে ভাংচুর ও মালামাল লুটকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আজ রবিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে একাত্নতা প্রকাশ করে অংশ নেন মুক্তিযোদ্ধা, সামাজিক, সাস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন চলাকালে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক উপস্থিত হয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কাঁঠালিয়া প্রেসক্লাব সভাপতি সিকদার মো. কাজল ও সাধারণ সম্পাদক মো. মাসুউদুল আলম। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন প্রেসক্লাবের সদস্যরা।
গত ৪ এপ্রিল একদল সন্ত্রাসীরা কাঁঠালিয়া প্রেসক্লাব ভাংচুর ও ল্যাপটপ-ক্যামেরাসহ মালামাল লুট করে। এঘটনায় ১১জনকে আসমী করে রাতেই থানায় একটি মামলা দয়ের করেন প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল।