Latest News
শুক্রবার, ৩১ মে ২০২৪ ।। ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি। আজ বুধবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে দলীয় কার্যালয়ের সামনের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন ও ছাত্রদল নেতা জাহিদ হোসেন। মানববন্ধনে বক্তারা বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দেশে সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন। দ্রুততম সময়ের মধ্যে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান বক্তারা। তারেক রহমানকে নিয়ে সরকারের ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতারা।