Latest News
বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ।। ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা করেছে জেলা যুবদল। আজ শনিবার সকাল ১০টায় শহরের পূর্ব চাঁদকাঠি বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদল নেতাকর্মীরা। মিছিল শেষে সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর থানা যুবদল সভাপতি কামাল মল্লিক, সিনিয়র সহসভাপতি নাসিম আখতার নাসু ও শহর যুবদল আহ্বায়ক মঈন খান। সভায় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। তারেক রহমানের নাসে সকল ষড়যন্ত্র ও মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান যুবদল নেতারা।