Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / গ্রামের শিক্ষার্থীরাও এখন পড়ালেখার সুযোগ পাচ্ছে : শিল্পমন্ত্রী

গ্রামের শিক্ষার্থীরাও এখন পড়ালেখার সুযোগ পাচ্ছে : শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। বছরের প্রথম দিনই নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। যার ফলে গ্রাম অঞ্চলের দারিদ্র শিক্ষার্থীরাও পড়ালেখার সুযোগ পাচ্ছে। আজ বুধবার দুপুরে ঝালকাঠি শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ক্রীড়ার মানউয়নের জন্য বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার প্রতি আগ্রহী হতে হবে।
উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুল ইকরাম পিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি আব্দুল মান্নান রসুল, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশ।
শিক্ষা মেলা অনুষ্ঠিত :
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঝালকাঠিতে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলা উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মেলায় ঝালকাঠি সদরসহ চার উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো বিভিন্ন স্টলে শিক্ষা উপকররণ প্রদর্শণ করে। ফিতা কেটে মেলার উদ্বোধন শেষে শিল্পমন্ত্রী স্টলগুলো পরিদর্শণ করেন। এসময় ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক ও পুলিশ সুপার জোবায়েদুর রহমান উপস্থিত ছিলেন।