Latest News
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ।। ১৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার :
র‌্যলি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মিলাদের মধ্যদিয়ে ঝালকাঠি ও নলছিটিতে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার বিকেলে শহরের আমতলা সড়কের সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম আল আমিনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের ভেতরে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এদিকে নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানের নেতৃত্বে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। পরে শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …