Latest News
মঙ্গলবার, ১৭ মে ২০২২ ।। ৩রা জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
Home / জাতীয় / ছাদে গাঁজাচাষের সন্ধান পেল পুলিশ, দম্পতি আটক

ছাদে গাঁজাচাষের সন্ধান পেল পুলিশ, দম্পতি আটক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে একটি বাসার ছাদে গাঁজাচাষের সন্ধান পেয়েছে পুলিশ। উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের হানিফ মোল্লার (৪৫) বাসার ছাদে গাঁজাচাষ করা হচ্ছিল। শুক্রবার দুপুরে হানিফ ও তাঁর স্ত্রী রিক্তা বেগমকে (৩৫) ১১টি গাঁজা গাছসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে এ দম্পতি গাঁজাচাষের কথা স্বীকার করেন পুলিশের কাছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা এসআই কে এম মফিজুর রহমানের নেতৃত্ব পুলিশপর একটি দল হানিফের বাসায় অভিযান চালায়। এসময় তাদের বসার ছাদে গাঁজাচাষ দেখতে পায় পুলিশ। ছাদ থেকে ১১টি গাঁজা গাছ ও রিক্তা বেগমের শরীর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এসআই মফিজুর রহমান বলেন, গাঁজা গাছগুলো থানায় নিয়ে আসা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

কাঁঠালিয়ায় বিষখালী নদীতে নৌ ভ্রমণের গিয়ে নৌকা ডুবিতে বিএম কলেজের ছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীতে বন্ধুদের নিয়ে নৌভ্রমনে গিয়ে নৌকা ডুবিতে মো. …