Latest News
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ ।। ১২ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত, সনাক সদস্য নজরুল ইসলাম তালুকদার, টিআইবির প্রগ্রাম ম্যানেজার গাজী গোলাম মোহাম্মদ, সনাক সদস্য শামসুল আলম বেলাল, স্বজন সদস্য সৈয়দ আবুল কালাম আজাদ, টিআইবির এরিয়া ম্যানেজার মো. রোকনুজ্জামান, ইয়েস সদস্য রুহুল আমিন ও সাথি রানী শর্মা। মানববন্ধনে বক্তারা জয়বায়ুর পরিবর্তনের প্রভাবে বিপন্ন মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সামাজিক সুরক্ষা বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …