Latest News
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ।। ১৮ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / জুলাইয়ে পাঁচ সিটি করপোরেশন নির্বাচন : সিইসি

জুলাইয়ে পাঁচ সিটি করপোরেশন নির্বাচন : সিইসি

ডেস্ক রিপোর্ট : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, মেয়াদ পূর্ণ হতে যাওয়া রাজশাহীসহ দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচন আগামী জুলাইয়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। রমজান মাসের পর জুলাইয়ের মধ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথমে  জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাজশাহীর পবা উপজেলার দামকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার দামকুড়ায় এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আরও বলেন, এবার সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে সেটা কী পরিমাণে ব্যবহার করা হবে- তা নির্ভর করবে ইভিএম মেশিন সম্পর্কে প্রশিক্ষণের ওপর। নির্বাচনে বিএনপিসহ সকল দল জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার

স্টাফ রিপোর্টার : অজ্ঞানপার্টির খপ্পরে পড়া কলেজছাত্রকে ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার …