Latest News
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ।। ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার

ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার

স্টাফ রিপোর্টার :
অজ্ঞানপার্টির খপ্পরে পড়া কলেজছাত্রকে ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে টোলঘর থেকে পুলিশ তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর জ্ঞান ফিরে আসে। অসুস্থ ওই যুবকের নাম হাফিজুল মোল্লা (২২)। সে বরিশাল সরকারি কলেজর ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, হাফিজুল মোল্লা ঢাকার মোহাম্মদপুর থেকে বাসে বরিশালের আগৈলঝাড়া যাবেন বলে ওঠে। পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এই যুবক। বাসের আসনে সে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁর পকেট থেকে নগদ টাকা ও মোবাইলফোন নিয়ে যায়। অচেতন অবস্থায় বাসের স্টাফরা তাকে ঝালকাঠির গাবখান টোলঘরে নামিয়ে দেয়। সেখান থেকে পুলিশ তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, অচেতন অবস্থায় যুবককে গাবখান সেতুর টোলঘর থেকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসায় তাঁর জ্ঞান ফিরে আসে। তাঁর পরিবারের সদস্যরা এলে তাদের কাছে হন্তান্তর করা হয়।

 

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ …