Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অটোরিকশাচালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ঝালকাঠিতে অটোরিকশাচালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার :
করোনায় ঝালকাঠিতে এক মাস ধরে কর্মহীন অটোরিকশাচালকরা আন্দোলন শুরু করেছে। রাস্তায় অটোরিকশা চলতে দেওয়া, অন্যথায় খাদ্যসামগ্রী দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বেলা ১২টায় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। ৩০ মিনিট তারা প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে রাখে।
অটোরিকশা শ্রমিকরা অভিযোগ করেন, করোনায় গত ২৪ মার্চ থেকে ঝালকাঠিতে অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। সেই থেকে এক মাসের বেশি সময় কর্মহীন রয়েছেন অটোরিকশা শ্রমিকরা। অটোরিকশা বন্ধ থাকায় ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে, আবার গ্যারেজের ভাড়াও পরিশোধ করতে হচ্ছে।তাদের সরকারি- বেসরকারি কোন সহায়তা দেওয়া হচ্ছে না। এ অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দুই হাজার শ্রমিককে খাদ্যসামগ্রী না দিলে অটোরিকশা নিয়ে রাস্তায় নামার ঘোষণা দেন তারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান। তিনি বলেন, যারা সহায়তা দিচ্ছেন, তারা ভোটের রাজনীতি করছেন। জনপ্রতিনিধিরা খাদ্যসামগ্রী দিয়ে নিজের ভোট ঠিক রাখছেন। ২৪ ঘণ্টার মধ্যে রাস্তায় বাঁশের বেড়া খুলে না দিলে শ্রমিকরাই ভেঙে ফেলবে বলেও হুশিয়ারি দেন তিনি।
ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর তরুন কর্মকার বলেন, শ্রমিকদের মধ্যে ৪৫০ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে, যারা বাকি আছে পৌরসভার তাদের তালিকা করে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হবে। একটি মানুষও অভুক্ত থাকবে না বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …