Latest News
শুক্রবার, ৩১ মে ২০২৪ ।। ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত, চালক আটক

ঝালকাঠিতে অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত, চালক আটক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে অটোরিকশার চাপায় জালাল উদ্দিন হাওলাদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, জালাল উদ্দিন হাওলাদার বাসা থেকে বের হয়ে কৃষ্ণকাঠি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জালাল উদ্দিনের ভাইয়ের ছেলে সামির মল্লিক জানান, চাচা সকালে নাস্তা করে বাড়ি থেকে বের হন। রাস্তা পারাপারের সময় তাকে একটি অটোরিকশা চাপা দিয়ে হত্যা করে।
ঝালকাঠি থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাটিয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।