স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সরকারি শিশু পরিবারের একশ’ অনাথ শিশু কিশোরদের ইফতার করিয়েছেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার মো. আনোয়ারর হোসেন খান। বৃহস্পতিবার ইফতার মাহফিলের পূর্বে সরকারি শিশু সদনের হলরুমে দেশে করোনা পরিস্থিতি থেকে মুক্তি লাভের আশায় দুই খতম কোরান শরীফ পাঠ করা হয় এবং দেশকে মহামাররি মুক্ত ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারি শিশু সদনের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. ইয়াকুব আলী। ইফতার মাহফিলে শিশু পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন খান, দেশ বাংলা ফাউন্ডেশেনের চেয়ারম্যান মিজানুর রহমান ও আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …