Latest News
শুক্রবার, ৯ মে ২০২৫ ।। ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ঝালকাঠিতে অনূর্ধ ১৭ ফুটবলে কাঠপট্টি একাদশ চ্যাম্পিয়ন

ঝালকাঠিতে অনূর্ধ ১৭ ফুটবলে কাঠপট্টি একাদশ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে অনূর্ধ ১৭ ফুটবল প্রতিযোগিতা শেষ হয়েছে। বুধবার বিকেল চারটায় শেখ রাসেল মিনি স্ট্রেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় কাঠপট্টি একাদশ ২-১ গোলে সিটিপার্ক একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন। ঝালকাঠির ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) মো. বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, সহসভাপতি তরুন কর্মকার ও হাবিবুর রহমান হাবিল। অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ হুসাইন। এসময় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ক্রড়ামোদি দর্শকরা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে কালেক্টরেট স্কুল ও পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।