Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অবৈধভাবে ফুটপাত দখল করায় জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে ফুটপাত দখল করায় জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ব্যাবসায়ীরা মালামাল রেখে অবৈধভাবে ফুটপাত দখল করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল ১১ টায় ঝালকাঠি বড় বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের বড় বাজারে কাঁচা মালের ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটিয়ে থাকেন। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার ও মোটরযান অধ্যাদেশ আইনে তিনজনকে এক হাজার টাকা করে কাঁচামাল বিক্রেতাকে জরিমানা করা হয়।