Latest News
রবিবার, ১৬ জুন ২০২৪ ।। ২রা আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সরকারি জমি ও খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদকরেছে জেলা প্রশাসন। মঙ্গলবার অভিযান চালিয়ে সদর উপজেলার মানপাশা বাজার ও রাজাপুরের বাদুরতলা থেকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লুৎফুন্নেসা বেগম ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, সদর উপজেলার মানপাশা বাজারসংলগ্ন সাবাঙ্গল খালের ওপর স্থানীয় মজিবুর রহমান নামে এক ব্যক্তি পাকাস্থাপনা নির্মাণ করে। তাঁর স্থাপনাটি সরিয়ে নিতে বলা হলেও তিনি তানেননি। পরে অভিযান চালিয়ে তাঁর অবৈধ পাকা স্থাপনাটি ভেঙে ফেলাহয়।

একই দিন রাজাপুর উপজেলার বাদুরতলা এলাকায় সরকারি জমি দল করেমো. ফারুক হাওলাদারের নির্মাণ করা দোকান ভেঙে ফেলা হয়। সরকারিজমি ও খাল দখল করে যেসব স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা, তা অল্পদিনের মধ্যেই ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।