স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ প্রতিপাদ্য নিয়ে সমাবেশ, র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার, টিটিসির অধ্যক্ষ সাদেকা সুলতানা, সচেতন নাগরিক কমিটির (সনাক) ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মো. খলিলুর রহমান ও টিটিসির প্রশিক্ষনার্থী দেলোয়ার হোসেন। এবারে জেলায় সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানোর জন্য মোরশেদ আলম খানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠির নলছিটির তাঁড়াবাড়ি মন্ডপে আরতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি শহরের তাঁরাবাড়ি দুর্গা পূজা মন্ডপে আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার …