Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে অলিম্পিক ডে উপলক্ষে র‌্যালি

ঝালকাঠিতে অলিম্পিক ডে উপলক্ষে র‌্যালি

স্টাফ রিপোর্টার :
সবধরণের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য ‘অলিম্পিক ডে’ উপলক্ষে ঝালকাঠিতে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ক্রীড়া ভবন থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে সাবেক ও বর্তমান খেলোয়ার, ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
পরে ক্রীড়া সংস্থার কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সাইদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, সহসভাপতি হাবিবুর রহমান হাবিল ও তরুল কর্মকার। বক্তারা নিজেদের স্বার্থে এবং শরীরকে সুস্থ রাখার জন্য মাঠমুখি হওয়ার আহবান জানান।