Latest News
বুধবার, ২৬ জুন ২০২৪ ।। ১২ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আইডিইবি’র ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে আইডিইবি’র ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক দিলীপ কুমার হালদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। পরে আমির হোসেন আমু ফলক উন্মোচন করে আইডিবি ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। আগে সকাল ১০টায় জেলা প্রশসক কার্যালয়ের সভাকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু। সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এদিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন আমির হোসেন আমু। পরে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ডেউটিন বিতরণ করেন তিনি। এছাড়াও ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংকের (ইউসিবি) আউটলেট উদ্বোধন করেন আমির হোসেন আমু।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে স্বামীর নির্যাতনে লামিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে …