Latest News
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ।। ১৪ই ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় জেলা প্রাশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার ও ৪ উপজেলার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, এনএসআই এর সহকারী পরিচালক, র‌্যাব প্রতিনিধি, জেলা কারাগারের সুপারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গত জুলাই মাসে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ৭৮টি মামলা দায়ের হয়েছে। ৭৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১টি খুন, ১টি ডাকাতি, ৬টি ধর্ষণ, ৬টি নারী নির্যাতন, ১টি শিশু নির্যাতন, ১টি পাচার, ৪টি সিধেল চুরি, ১টি গবাধিপশু চুরি, ২টি গাড়ি চুরি, অনান্য চুরি ১টি, জমিজমা সংক্রান্ত জখমি মামলা ১০টি ও অস্ত্র আইনে ১টি, মাদক আইনে ২৬টি অনান্য ১৭টি মামলা নিয়ে ৭৮টি মামলা দায়ের হয়েছে।
ঝালকাঠির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে সভায়। এছাড়াও এ সভায় উচ্ছেদ অভিযান,
মোবাইল কোর্ট পরিচালনা, সাইবার অপরাধ, নারী ও শিশু সন্ত্রাস, জঙ্গীবাদ এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয় আলোচনা হয়।