Latest News
বুধবার, ২৯ মে ২০২৪ ।। ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ

ঝালকাঠিতে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ভাবনা এবং দলীয় গণতান্ত্রিক চর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিনিধি সম্মেলনে সার্বিক সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার। অনুষ্ঠানে ঝালকাঠির চারটি উপজেলার আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সম্মেলনে প্রশিক্ষণ প্রদান করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক দীপু হাফিজুর রহমান।