Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আওয়ামী লীগের শেষ প্রচারণা : নৌকার লিফলেট বিতরণ ও মিছিল

ঝালকাঠিতে আওয়ামী লীগের শেষ প্রচারণা : নৌকার লিফলেট বিতরণ ও মিছিল

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি-২ আসনে নির্বাচনের সর্বশেষ প্রচার-প্রচারণা করেছে জেলা আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে মিছিলসহকারে ভোটারদের হাতে লিফলেট তুলে দেয় নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। এদিকে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে সর্বশেষ প্রচারণার অংশ হিসেবে শহরে একটি বিশাল মিছিল বের করা হয়। ফায়ারসার্ভিস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সন্ধ্যার পর মিছিলে মিছিলে মুখরিত ছিল পুরো শহর।