Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / বিবিধ / ঝালকাঠিতে আকলিমা মোয়েজ্জেম হোসেন কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝালকাঠিতে আকলিমা মোয়েজ্জেম হোসেন কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার :
তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ঝালকাঠিতে দুই কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে আকলিমা মোয়েজ্জেম হোসেন কলেজের চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় শিল্পমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর, পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুবলীগ নেতা রেজাউল করিম জাকিরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। আগামী নয় মাসের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।