Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

ঝালকাঠিতে আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শহরের প্রাণকেন্দ্রে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকাল ৯ থেকে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. জোহর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রেসব্রিফিং করা হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী প্রেসব্রিফিংয়ে জানান, মেলায় ১০৭টি স্টল স্থান পেয়েছে। এখানে ডিজিটাল সেবার বিষয়ে যেসব সেবা প্রদান করা তাঁর বর্নণা থাকবে। অনলাইনে নানা সেবার বিষয়ে তথ্য জানা যাবে ডিজিটাল মেলায়। মেলা চলাকালে কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, আরডিসি জাহিদুল ইসলাম ও এনডিসি অং ছিং মারমা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …