Latest News
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ।। ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ঝালকাঠিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসনের উদ্যোগে, মতবিনিময় সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-টিটিসি’র অধ্যক্ষ আবুল বাসার আল মামুন, সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. রফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জহিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, পলাশ রায় এবং প্রশিক্ষণার্থী তরিকুল ইসলাম ও মো. ইউনূস আলোচনায় অংশ নেন। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত বিন সাদেক। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ী চার জনকে পুরস্কৃত করা হয়।
সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা এবং বিদেশ যাবার জন্য প্রশিক্ষণরত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ …