Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা

ঝালকাঠিতে আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার :
‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগান নিয়ে আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়নে ঝালকাঠি জেলার মাঠ পর্যায়ে কর্মকর্তাদের অশংগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মশালার সমন্বয়ন প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফরিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসিন আরাফাত। জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ‘আশ্রয়ন প্রকল্পের মাটির কাজ, ব্যারাক নির্মাণ, উপকারভোগীদের সমিতি গঠন, ঋণ প্রদান, বসবাসতকারী শিশুদের শিক্ষা প্রদান’ বিষয় নিয়ে আলোকপাত করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট জেলা ও উপজেলার কর্মকর্তাদের সুপারিশমালা প্রনয়ন করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …