Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ইভ টিজিংয়ের অপরাধে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ঝালকাঠিতে ইভ টিজিংয়ের অপরাধে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি গাবখান সেতুর টোল প্লাজার সামনে সিএনজি থামিয়ে ইভটিজিং করার অপরাধে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা আক্তার এ আদেশ দেন।
জানা যায়, রবিবার রাত ১২ টার দিকে বরিশাল থেকে পরিবারের সঙ্গে বেড়াতে আসা একটি মেয়েকে গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় সিএনজি থামিয়ে ইভটিজিং করে স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনরার প্রতিবাদ করলে পরিবারের কয়েকজন সদস্যকে ইভটেজাররা মারধর করে। খবর পেয়ে ঝালকাঠি থানার পুলিশ পশ্চিম ঝালকাঠির কিফাইত নগর এলাকার রফিকুল ইসলামের ছেলে রকিবুল হাসান (১৮) একই এলাকার সবুজ খানের ছেলে সাকিব খান (১৮) ও কালাম হাওলাদারের ছেলে রাজু হাওলাদারকে (১৮) আটক করে। তাদের প্রত্যেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রকিবুবলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, সাকিব খানকে দুইমাস ও রাজুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।