স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মসজিদের ইমাম ও মন্দিরের পুরহিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমীন রিজভী। শনিববার সকালে তিনি পোনাবালিয়া ইউনিয়নের মির্জাপুর শরীফ বাড়ি আল মদিনা জামে মসজিদ চত্বরে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে শীতবস্ত্র তুলে দেন রিজভী। বিকেলে শহরের পাবলিক হরিসভা মিলনায়তনে বিভিন্ন মন্দিরের পুরহিতদের শীতবস্ত্র বিতরণ করা হয়। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমীন রিজভীর পক্ষ থেকে শীতবস্ত্র পুরহিতদের হাতে তুলে অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক অসীম কুমার সাহা। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার
স্টাফ রিপোর্টার : অজ্ঞানপার্টির খপ্পরে পড়া কলেজছাত্রকে ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার …