Latest News
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে ইয়াবাসহ দুই যুবক আটক করেছে ডিবি পুলিশ

ঝালকাঠিতে ইয়াবাসহ দুই যুবক আটক করেছে ডিবি পুলিশ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার জহির উদ্দিন প্রেম (২০) ও ইমরান খান রুবেল (২৮)। আটককৃতদের কাছ থেকে ১২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোয়েনদা পুলিশের পরিদর্শক এনামুল হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ খেয়াঘাট এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় দুই যুবকের দেহতল্লাশী করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …