স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পাঁচশ’ পিস ইয়াবাসহ বিলকিস বেগম (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে শহরের মুজিব সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিলকিস শহরের মাদক স¤্রাট আরমান হক রাজার স্ত্রী। স্বামী-স্ত্রী দুজনেই মাদক কারবারের সঙ্গে জড়িত বলেও জানায় ডিবি। বৃস্পতিবার তাকে আদালতের মধ্যেমে জেল হাজতে পাঠানো হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকবাল বাহার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকার মুজিব সড়কের বাসিন্দা চিহ্নিত মাদক স¤্রাট একাধিক মামলার আসামি আরমান হক রাজার বাসায় অভিযান চালায় ডিবি।
ঘরে মাদক রাজাকে না পেলেও তাঁর স্ত্রী বিলকিস বেগমের কাছ থেকে পাঁচশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ঝালকাঠি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …