স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে এক হাজার ২৫ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামে (৫২) এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ রবিবার সকালে শহরের কাঠপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের জানান, রফিকুল ইসলাম খলিফা দীর্ঘ দিন ধরে ঝালকাঠির বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলাম খলিফাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে এক হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম খলিফা কাঠপট্টি এলাকার আব্দুল মালেক খলিফার ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল রব বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …