Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে ইয়াবা বহনের দায়ে যুবকের ছয় বছর কারাদণ্ড

ঝালকাঠিতে ইয়াবা বহনের দায়ে যুবকের ছয় বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮০ পিস ইয়াবা বহনের দায়ে সোহেল জমাদ্দার নামে এক যুবককে ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড প্রদান করেছে। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো: ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেণ। সাজাপ্রাপ্ত সোহেল জমাদ্দার ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর চেচরী গ্রামের মো: হানিফ জমাদ্দারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ ডিসেম্বর বিকালে কাঠালিয়ার চেচরীরামপুর কমিউনিটি বিদ্যালয়ের পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ বরিশালের একটি টিম ২৮০ পিস ইয়াবা সহ সোহেল জমাদ্দারকে গ্রেফতার করে। এ ব্যাপারে র‌্যাবের ডিএডি এ.কে.এম আবুল হোসেন শাহরিয়ার বাদী হয়ে কাঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। কাঠালিয়া থানার এস.আই আ: সালাম ২০১৭ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমান শেষে উল্লিখিত রায় ঘোষণা করেণ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসুল।