Latest News
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৫ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ইয়াসের প্রতিষ্ঠাবাষির্কী পালিত

ঝালকাঠিতে ইয়াসের প্রতিষ্ঠাবাষির্কী পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্যদিয়ে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার দিনব্যাপী ঝালকাঠির মহিলা পরিষদের সামনে সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এর পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও মাস্ক বিতরণ করা হয়।
ইয়াসের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সমাজসেবা অধিদপ্তর বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল ও জেলা যুব লীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় রমা রানী দাস, সাংবাদিক পেশায় অবদান রাখায় হেমায়েত উদ্দিন হিমু, নারী উন্নয়নে অবদান রাখায় ইসরাত জাহান সোনালী, দারিদ্রতা দূরীকরণে অবদান রাখায় মো. ছবির হোসেনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ২১টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সম্মাননা স্মারক বিতরণ, সংগঠনের সেরা ৯ সদস্যকে শুভেচ্ছা স্মারক বিতরণ, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …