Latest News
শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ।। ২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে উচ্ছেদ অভিযান শুরু

ঝালকাঠিতে উচ্ছেদ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পেয়ারার রাজ্যখ্যাত সদর উপজেলার বাউকাঠি থেকে ভিমরুলী বাজার পর্যন্ত চার কিলোমিটার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে জেলা প্রশাসক মো. জোরহ আলীর নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় খালের দুই পাশে অবৈধভাবে গড়ে তোলা ১৫টি বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। এর আগে পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করেছিল। এর পরেও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। ছোট নদী, খাল এবং জলাশয়ে পানি প্রবাহ সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফরিদ উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠির নলছিটির তাঁড়াবাড়ি মন্ডপে আরতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি শহরের তাঁরাবাড়ি দুর্গা পূজা মন্ডপে আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার …