Latest News
শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ।। ২২শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থী শুভর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থী শুভর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান শুভর (২২) হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, নিহতের বাবা আব্দুল্লাহ আল মাহবুব হাওলাদার, মা নারগিস আক্তার ও শিক্ষার্থী নজরুল ইসলাম। এসময় বক্তারা অভিযোগ করেন, শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকারীদের অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
উল্লেখ্য গত ২৫ মার্চ রাতে শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। পরের দিন সকালে উপজেলার পশ্চিম বড়াইয়া গ্রামের কলাকোপা এলাকায় মাঠ থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত শুভ ওই কলেজ থেকে ২০১৯ সালের চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিল। শুভর বিরুদ্ধে রাজাপুর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় শুভর বাবা আব্দুল্লাহ আল মাহবুব বাদী হয়ে ২০ জনকে আসামী করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ দুই আসামি মো. ইসরাফিল ও মো. এনারুলকে আটক করে। অন্য আসামীরা পলাতক রয়েছে বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন।