Latest News
বুধবার, ২৬ জুন ২০২৪ ।। ১২ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে একটি ভবনে অগ্নিকাণ্ড

ঝালকাঠিতে একটি ভবনে অগ্নিকাণ্ড

মো. শাহীন আলম :
ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের ছাদে নির্মিত একটি রান্নাঘর পুড়ে যায়। সময়মতো ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করায় বড় ধরণের কোন ক্ষতি হয়নি। আজ বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী বজলুর রহমানের তিনতলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির তিনতলা ছাদের ওপর একটি রান্নাঘর রয়েছে। রান্নার চুলা থেকে দুপুরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে তেমন কোন ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুনে ছাদের ওপর নির্মিত রান্নাঘরটি পুড়ে গেছে।