Latest News
বুধবার, ৩১ মে ২০২৩ ।। ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এতিম শিশুদের নিয়ে শুভসংঘের ফল উৎসব

ঝালকাঠিতে এতিম শিশুদের নিয়ে শুভসংঘের ফল উৎসব

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে এতিম শিশুদের নিয়ে ফল উৎসব করেছে কালের কণ্ঠ শুভসংঘ। বুধবার বিকেলে সরকারি শিশু পরিবারের চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে শিশু পরিবারের ৯০জন শিশু ও কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা অংশ নেয়। এছাড়াও শিশুদের করোনা পরিস্থিতিতে সুরক্ষিত রাখতে মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার। উৎসবে উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের বড় ভাইয়া নামে পরিচিত মো. জসিম উদ্দিন। কালের কণ্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক তাসিন মৃধা অনিকের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি। উৎসবে এতিম শিশুদের হাতে আম ও কাঁঠাল তুলে দেন শুভসংঘের সদস্যরা। আম ও কাঁঠাল খেয়ে খুশি সরকারি শিশু পরিবারের শিশুরা।
ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার বলেন, বিশেষ পরিস্থিতির শিকার হয়ে আজকে শিশুরা সরকারি শিশু পরিবারে এসেছে। তাদের প্রতি ভালবাসার নির্দশন হয়ে থাকবে শুভসংঘের ফল উৎসব। এসব শিশুদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য কোন ধরনের সহযোগিতা প্রয়োজন হলে, শুভসংঘ তা করবে বলেও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের সহসভাপতি খাইরুল ইসলাম সেতু, সাধারণ সম্পাদক তাসিন মৃধা অনিক, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিস্টি, সাংগঠনিক সম্পাদক জুনায়েত হোসেন, প্রচার সম্পাদক মুরাদ সরদার, বিজ্ঞান সম্পাদক মিম আক্তার, সদস্য শরিফুল ইসলাম, সাইদ যুবায়ের, আরিফুজ্জামান রানা, আবু বকর সিদ্দিক, শান্তা আক্তার, সোলাইমান শুকরিয়া প্রমুখ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

আওয়ামী লীগকে আবারো ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে : আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার : শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে আবারো আওয়ামী লীগকে ভোট …