Latest News
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ।। ২রা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ননএমপিও শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা শাখার সভাপতি ডালিয়া নাসরিন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু ও শিক্ষকনেতা সরদার শাহ আলম। পরে তাঁরা একদফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।