Latest News
শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ।। ২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এরশাদের কুলখানী অনুষ্ঠিত

ঝালকাঠিতে এরশাদের কুলখানী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের কলেজ মোড় এলাকায় কুলখানী উপলক্ষে কোরানখানী, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রহমান, জেলা জাতীয় পার্টির আবায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন তালুকদার, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহবুবুর রহমান, জেলা জাতীয় পার্টির সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও সৈয়দ আবু শহিদ। আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠান সভাপতিত্ব করেন কুলখানী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল আলীম।
এদিকে হুসাইন মুহাম্মদ এরশাদের কুলখানী উপলক্ষে শনিবার বিকেলে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ মিলনায়তনে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী, নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদা ও পৌর কাউন্সিলর আবদুল কুদ্দুস মোল্লা। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল জলিল গাজীর সভাপতিত্বে অন্যদের মধ্যে এরশাদকে নিয়ে স্মৃতিচারণ করেন সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ আকন, উপজেলা যুবসংহতির সহসভাপতি লিয়াকত হোসেন লিকু, পৌর যুবসংহতির সহসভাপতি মাহাবুব হোসেন, যুগ্মসম্পাদক তোফাজ্জেল হোসেন জোমাদ্দার ও মিজানুর রহমান লিটন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. বাহাউদ্দীন।