Latest News
শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ।। ২৪শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এলজিইডি কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

ঝালকাঠিতে এলজিইডি কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে উপজেলা প্রকৌশলীকে গ্রেপ্তার করানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন ঝালকাঠি এলজিইডি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এলজিইডি ভবনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়ওই ইউএনওর অপসারণ দাবি করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমীন, সিনিয়র সহকারী প্রকৌশলী নুর উস শামস, সহকারী প্রকৌশলী দেবাশীষ রায়, সদর উপজেলা প্রকৌশলী এসএম লুৎফর রহমান, নলছিটি উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহেল বাকী চৌধুরী, রাজাপুর উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান, কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলী বিপুল কুমার অধিকারী। এসময় স্থানীয় সরকার বিভাগের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।