Latest News
শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এলজিএসপির জেলা সমন্বয় কমিটির সভা

ঝালকাঠিতে এলজিএসপির জেলা সমন্বয় কমিটির সভা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি) এর জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক এতে সভাপতিত্ব করেন। জেলায় চলমান কার্যক্রম সংক্রান্ত তথ্যপত্র উপস্থাপন করেন প্রজেক্টের ডিস্ট্রিক ফ্যাসিলেটর মো. আনসারুজ্জামান। উপসচিব ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেখ আবুবকর সিদ্দিক, সমাজসেবা অধিদপ্তরের  উপপরিচালক রুহুল আমিন সেখ, নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌরসভার মহিলা কাউন্সিলর নাসিমা কামাল, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক আকন্দ, কাঁঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, রাজাপুরের মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার প্রমুখ আলোচনায় অংশ নেন। সবায় এলজিএসপি কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা এবং প্রকল্পের অগ্রাধিকারভিত্তিক তালিকা করে গুণগত মাণ বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।