Latest News
শুক্রবার, ৯ মে ২০২৫ ।। ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিনগর দিবস পালিত

ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিনগর দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
নানা কর্মসূচির মধ্যদিয়ে ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।