Latest News
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৩ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ওমেরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠিতে ওমেরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে অগ্নিনির্বাপক প্রশিক্ষণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ওমেরা এলপি গ্যাসের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রিটেইলার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওমেরা এলপি গ্যাস কোম্পনির ডিজিএম মো. রোকোনুজ্জামান। ওমেরা এলপি গ্যাসের ঝালকাঠির ডিস্ট্রিবিউটর মেসার্স জে চৌধুরী ট্রেডার্সের প্রপাইটর নিউটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন ওমেরা এলপি গ্যাসের বরিশাল বিভাগের ইনচার্জ মো. এমদাদুল হক, ঝালকাঠির বিক্রয় প্রতিনিধি অনুপ সাহা, মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার মো. মামুন অর রশিদ, মুরাদুল ইসলাম। সম্মেলনে জেলার প্রায় দুই শতাধিক রিটেইলার অংশ নেয়।