Latest News
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ।। ২রা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কখন কোথায় ঈদের জামাত

ঝালকাঠিতে কখন কোথায় ঈদের জামাত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সোমবার সকাল সাড়ে ৭.৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ক্বারী মোহাম্মদ রফিকুল ইসলাম নামাজে ইমামতি করবেন। একই স্থানে দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করবেন। এছাড়ার ঝালকাঠি জেলা প্রশাসকসহ প্রসাশনের শীর্ষ কর্মকর্তা ও পৌর মেয়র প্রথম জামাতে নামাজ আদায় করবেন বলে জানা গেছে। এদিকে জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের প্রতিষ্ঠিত এন এস কামিল মাদ্রাসা ময়দানে। ঈদের দিন সকাল ৮টায় নামাজ শুরু হবে। মুফতি আব্দুল কাদের মাদানী নামাজে ইমামতি করবেন। এতে অংশ নেবেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা ১০ হাজার মুসল্লি।