স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে কন্যাশিশুদের জন্য নিরাপদ বিদ্যালয় ক্যাম্পেইনের আওতায় শ্রেষ্ঠ বিদ্যালয়, শিক্ষক ও অভিভাকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ঝালকাঠির জেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপলিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রাববানি। অন্যান্যের মধ্যে কেওড়া ইউনিয়নের ভারপ্রপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম মীরবহর, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বরিশাল অঞ্চল প্রোগ্রামার সৈয়দ মোজাম্মেল হক, প্রধান শিক্ষক ওমর ফারুক, আকছেত উদ্দিন, সুদেব চন্দ্র রায়, দি হাঙ্গার প্রজেক্টের ঝালকাঠির জেলা সমন্বয়কারী মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
এবছর ঝালকাঠি সদর উপজেলায় সেরা দুইটি বিদ্যালয় নির্বাচিত হয়। বিদ্যালয় দুটি হলো, ভিমরুলী ডি.এন মাধ্যমিক বিদ্যালয় ও মোজাফ্ফর স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়। সেরা শিক্ষক হয়েছেন আসমাতুন্নেছা, সাঈদা ইয়াসমিন, সেরা অভিভাবক মো. নুরুজ্জামান, মো. কামরুল হাসান, সেরা ইয়ুথ ইউনিট তারুলী মাধ্যমিক বিদ্যালয় ও কমলীকান্দর নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ অন্যদের সম্মাননা দেওয়া হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …