Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে করোনায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠিতে করোনায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল ১১টায় শিশু পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ৫০০ গ্রাম তেল। খাদ্যমাসগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধরণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও এনডিসি আহমেদ হাছান। সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী নেন করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণির মানুষ। লকডাউনের মধ্যে ক্ষতিগ্রস্ত এসব মানুষ জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …